অবতক খবর,১৯ নভেম্বরঃ সপ্তাহের শুরুতেই ফের উত্তাল সংসদ। অধিবেশন শুরু হতেই তাওয়াং ইস্যুতে উত্তাল হয়ে ওঠে রাজ্যসভা। বিরোধীদের হই-হট্টগোলের জেরে ভেস্তে যায় অধিবেশন। কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসও যৌথভাবে ওয়াক আউট করে সংসদের উচ্চকক্ষ থেকে। বিরোধীদের বিক্ষোভ নিয়ে উষ্মা প্রকাশ করেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। তবে তাওয়াং ইস্যুতে এদিন উত্তাল হয় লোকসভাও।

চিন ও অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্ত ইস্যুর জেরে লোকসভা মুলতুবির নোটিস দেন কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি। তাওয়াং সীমান্তে বর্তমান পরিস্থিতি কী, ভারত-চিন দ্বিপাক্ষিক বাণিজ্যিক পরিস্থিতি কী হবে, তা নিয়ে আলোচনা চায় কংগ্রেস। বারবার কেন চিন হামলা চালাচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলেন মণীশ তিওয়ারি।

বিরোধীদের হই-হট্টগোলে অধিবেশন ব্যাহত হওয়ায় এ দিন ক্ষোভ প্রকাশ করেন রাজ্যসভায় চেয়ারম্যান জগদীপ ধনকড়। তিনি বলেন, হই-হট্টগোলের জেরে এখনও পর্যন্ত ১০০ মিনিট নষ্ট হয়েছে বলে বিরোধীদের তিরস্কার করেন তিনি।

কংগ্রেস সাংসদরা রাজ্যসভা ওয়াক আউট করে। কংগ্রেসের সঙ্গে তৃণমূল-সহ অন্যান্য বিরোধীরাও ওয়াকআউট করে রাজ্যসভা।