অবতক খবর,১৯ ডিসেম্বরঃ আজ ফের চাকরির দাবিতে সংঘবদ্ধ হয়ে পথে নেমেছেন চাকরি প্রার্থীদের ৯টি সংগঠন। তাদের মধ্যে রয়েছে নবম-দশম, একাদশ-দ্বাদশ, নার্সদের সংগঠন সহ অন্যান্যরা। এদিন শিয়ালদহ স্টেশনের কাছ থেকে জমায়েত শুরু হয়। সেখান থেকে স্লোগান দিতে-দিতে বিক্ষোভ শুরু করেন তাঁরা। আন্দোলনকারীদের মঞ্চে উপস্থিত ছিলেন সমাজকর্মী মীরাতুন নাহারও।

মীরাতুন নাহার বলেন, “পশ্চিমবঙ্গে কোনও সরকার নেই। এখানে রয়েছে এক দলীয় শাসকদল। তাদের বিরোধীতা করার মতো কেউ নেই। আর বিরোধী দলগুলির সংঘবদ্ধ হওয়ার ক্ষমতা নেই। সেই কারণে এই সুযোগককে কাজে লাগিয়ে তারা মানুষকে তাঁদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করছে। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে বঞ্চিত যাঁরা, তাঁদের সঙ্গে আমি হাঁটব।”