অবতক খবর,১৮ এপ্রিল: প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আজ সাংবাদিক বৈঠক করে তিনি ক্ষোভের সঙ্গে বলেন বড় অদ্ভুত পরিস্থিতিতে পড়েছি আমি। যেদিন আমার সভা ঠিক তার আগের দিনই শক্তিপুরে ১৪৪ ধারা ঘোষণা করা হচ্ছে। তিনি বলেন যেদিন যেদিন আমার সভা তার আগের দিন গন্ডগোল তারপরের দিন ১৪৪ ধারা। বড় অদ্ভুত চক্রে পড়েছি আমি, সাংবাদিক বৈঠকে বললেন অধীর। তিনি বলেন আইনশৃঙ্খলা যাদের হাতে তারা যদি মানা করে আমার তো করার কিছু থাকে না। তবু তিনি নির্বাচনী কমিশনার কে জানিয়েছেন যে প্রতিদিন যদি আমার একটা করে সভা মার খায় আইন-শৃঙ্খলার কারণে, যেটা দেখার পুলিশের দায়িত্ব। এলাকাকে শান্ত রাখার দায়িত্ব পুলিশের হাতে কিন্তু পুলিশ এলাকাতে অশান্ত রাখছে। তারা এলাকাকে শান্ত রাখতে পারছে না আর তার ফল ভোগ করতে হচ্ছে আমাদের।

এভাবে তো চলতে পারেনা, আমি কবে প্রচারে যাব? এ বিষয়ে তিনি আজকেও কমপ্লেন জানিয়েছেন বলে জানান। তিনি এও বলেন ওখানে যে থানা আছে সেই থানার দায়িত্বে যিনি আছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক কেন উনি থাকতে এরকম গন্ডগোল তৈরি হচ্ছে যার ফল আমাদের ভোগ করতে হচ্ছে সাংবাদিক বৈঠকে বললেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি সাংবাদিকদের সামনে বলেন বিগত ছদিন ধরে কেন কিছু করল না, জেনে বুঝে কেন তারা ঘটনা ঘটতে দিচ্ছে প্রশ্ন করলেন অধীর। তিনি জানালেন এই অভিযোগ তিনি করেছেন। তিনিও বলেন যে এটা সুপরিকল্পিতভাবে রাজনৈতিক ষড়যন্ত্র।