অবতক খবর, ১৪ নভেম্বর : বন্ধ রয়েছে কেন্দ্রের ১০০ দিনের কাজের টাকা! এই নিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহর সঙ্গে কয়েকদিন আগে বৈঠক করে এসেছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। তবে এখনও মেলেনি বকেয়া অর্থ। যা নিয়ে সরব হয়েছে এ রাজ্যের শাসকদল। এরপর কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী জানালেন ১০০ দিনের কাজের বকেয়া টাকা পেতে গেলে রাজ্যকে ঠিক কী করতে হবে। পশ্চিম মেদিনীপুরেরে ঘাটালের গোবিন্দপুরে অনাদি বিশ্বাস নামে দলীয় এক বর্ষীয়ান সদস্যের শারীরিক অবস্থা খোঁজ নিতে যান কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। সেখানে সাংবাদিকদের ১০০ দিনের কাজের বকেয়া সংক্রান্ত টাকা ইস্যু নিয়ে বলেন, ‘পশ্চিমবঙ্গ সরকার অডিট রিপোর্ট দিলেই ১০০ দিনের কাজের বকেয়া টাকা দিয়ে দেবে কেন্দ্র। ১০০ দিনের কাজের ক্ষেত্রে বাংলার সঙ্গে অন্য রাজ্যের কোনও বিভেদ নেই বলেও দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী। বেঙ্গল সরকার অডিট রিপোর্ট দিলেই মিলবে ১০০ দিনের কাজের টাকা, জানালেন পঙ্কজ চৌধুরী।