অবতক খবর: বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা-সহ বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হতে থাকবে ৷ আলিপুর হাওয়া অফিস থেকে জানা গিয়েছে, আগামী কয়েকদিন বৃষ্টিপাত বজায় থাকবে ৷ বৃহস্পতিবার তাপমাত্রার কোনও হেরফের হবেনা ৷ বরং আগামী ৩-৪ দিনে সর্বাধিক ৪ ডিগ্রি তাপমাত্রার পরিবর্তন হতে পারে ৷

একই সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে, জারি হলুদ সতর্কতা জারি করা হয়েছে ৷ কলকাতার কাছাকাছি এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ৷ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিায়াস হতে পারে ৷ যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম ৷

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানা গিয়েছে, সারাদিনই আংশিক মেঘলা আকাশ থাকবে ৷ গভীর নিম্নচাপের ফলে দফায় দফায় বৃষ্টিপাত হতে পারে ৷ একই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস হতে পারে ৷ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস ৷

হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার কলকাতার সর্বাধিক তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস থাকবে ৷স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস ৷ বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৪ শতাংশ, সর্বনিম্ন ৮১ শতাংশ ৷ গত ২৪ ঘণ্টায় ২.২ মিলি বৃষ্টিপাত হয়েছে ৷