অবতক খবর,২৮ নভেম্বর: এবার অনেকগুন বেড়ে গেল Vodafone, Idea -র সস্তার এই প্ল্যানগুলি।

আপনি কি ‘ভোডাফোন আইডিয়া’-র গ্রাহক? তাহলে ডিসেম্বর থেকে নয়, আপনার মাথাব্যথা বাড়িয়ে চলতি মাসের শেষেদিকেই আপনার মোবাইল সংক্রান্ত খরচ আগের চেয়ে বাড়তে চলেছে। ফের একবার মোবাইল রিচার্জের মূল্য বাড়ছে। গত সোমবার রিচার্জের টাকা বাড়ার কথা ঘোষণা করেছিল এয়ারটেল। এবার তাদের পথেই এগোলো ‘ভোডাফোন-আইডিয়া’ও।

আগেই বৃহস্পতিবার থেকে গ্রাহকদের জন্য বরাদ্দ এই নতুন প্ল্যানের ইঙ্গিত দিয়েছিল নামি টেলিকম সংস্থা এয়ারটেল। পরপর এয়ারটেল এবং ভোডাফোনের এইরূপ রিচার্জের মূল্যবৃদ্ধি দেখে মাথায় হাত পড়ে গিয়েছে মধ্যবিত্তদের।

এক নজরে দেখে নেওয়া যাক তাদের পুরনো ও নতুন প্ল্যানের দামগুলি হল-

১. ভোডাফোন আইডিয়া-র ৭৯ টাকার প্যাকটি এবার থেকে তার নতুন দাম ৯৯ টাকা।

২. সর্বাধিক ব্যবহৃত ২৮ দিনের দৈনিক ১.৫ জিবি ডেটার ২৪৯ টাকার প্যাকের দাম বেড়ে এবার ২৯৯ টাকা।

৩. ২৮ দিনের জন্য ১ জিবি ডেটা প্যাকের আগের দাম ২১৯ টাকা থেকে বেড়ে এবার থেকে ২৬৯ টাকা।

৪. ২৮ দিনের ২৯৯ টাকার ২ জিবি ডেটা প্যাকের দাম বেড়ে দাঁড়িয়েছে ৩৫৯ টাকা।

৫. ৫৬ দিনের দৈনিক ২ জিবি ডেটার ৪৪৯ টাকার প্যাকে গ্রাহককে ৫৩৯ টাকা খরচ করতে হবে।

৬. ৫৬ দিনের ১.৫ জিবি ডেটা প্যাকের জন্য আগে গ্রাহককে ৩৯৯ টাকা খরচ করতে হতো, সেই দাম বেড়ে এখন নুতন দাম ৪৭৯ টাকা।

৭. ৮৪ দিনের প্রতিদিন ২জিবি ডেটা প্যাকটির দাম এতদিন ৬৯৯ টাকা ছিল। সেটি বেড়ে ৮৩৯ টাকা।

৮. ৮৪ দিনের দৈনিক ১.৫ জিবি ডেটা প্যাকের দাম ছিল ৫৯৯ টাকা। এবার সেটা বেড়ে ৭১৯ টাকা।

৯. ১,৪৯৯ টাকার বার্ষিক প্যাকে এখন ২৪ জিবি ডেটার জন্য এখন গ্রাহকদের ১,৭৯৯ টাকা খরচ করতে হবে।

১০. টপ আপ প্যাকগুলিরও দামও আগের থেকে বেড়েছে। এক্সিস্টিং প্ল্যানের সাথে থাকা ৪৮ টাকার প্যাকটির দাম বেড়ে ৫৮ টাকা হবে।