অবতক খবর , সংবাদদাতা , পূর্ব বর্ধমান :-   SBI ATM এর নিরাপত্তারক্ষীরা কাজ হারালেন, দুঃশ্চিন্তায় পূর্ব বর্ধমান জেলার ৩৫০ জন নিরাপত্তারক্ষীরা। এদিন বর্ধমান রেল স্টেশনের কাছে জমায়েত হন ৩৫০ জন নিরাপত্তারক্ষী। পূর্ব বর্ধমান জেলা INTTUC র শ্রমিক সংগঠনের জেলা সভাপতি ইফতিকার আহমেদের কাছে কাজ হারাবার কথা তুলে ধরেন নিরাপত্তাক্ষীরা,সেই মোতাবেক এদিন একটি সভাকক্ষে জরুরী বৈঠক করেন শ্রমিক নেতা ইফতিকার আহমেদ। তিনি জানান, SBI ATM এ নিযুক্ত ঠিকা কর্মীদের ইতিমধ্যে নোটিশ দেওয়া হয়েছে যে দুপুর দুটো থেকে রাত্রি দশটা পর্যন্ত যেসব কর্মীরা নিযুক্ত ছিলেন তাদের ছাঁটাই করে দেওয়া হয়েছে। তাই আগামী অক্টোবর মাসের সাত তারিখে INTTUC র নেতৃত্বে কলকাতার সমৃদ্ধি ভবনে ঘেরাও অভিযানে সামিল হবে।

পাশাপাশি তিনি আরও বলেন, কেন্দ্রীয় মোদি সরকার , সরকারি ও বেসরকারি সংস্থা গুলোকে ইতিমধ্যে হস্তান্তর করেছে,এছাড়া লক্ষ লক্ষ মানুষকে কর্মচ্যূত করেছে। অন্যদিকে এক নিরাপত্তারক্ষী মনসা মালিক জানান,টাইগার নামে এক এজেন্সির মারফত বিগত দশ বছর বাবদ SBI ATM এ কাজের সঙ্গে যুক্ত। মাস গেলে ৯ হাজার ৬০০ টাকা বেতন পেতাম।

এই সময়কালে দিনের ডিউটি বাতিল করে ৪ হাজার ৫০০ টাকা বেতন দেবে বলে জানিয়েছেন টাইগার নামক এজেন্সি। কার্যত এমত অবস্থায় সকল নিরাপত্তারক্ষীরা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ৭ ই অক্টোবর দোলা সেনের নেতৃত্বে সারা বাংলাজুড়ে কলকাতায় ঘেরাও কর্মীসূচী গ্রহণ করা হয়েছে।

র্যত নিরাপত্তারক্ষী মনসা মালিক তাদের আর্তনাদের কথা তুলে ধরেন। তাদের বক্তব্য অনুযায়ী যদি কোনো সুরাহা না হয় তাহলে আগামীদিনে পরিবার নিয়ে রাস্তায় নামতে বাধ্য হবেন, এমনকি মৃত্যবরণের হুঁশিয়ারি দেন নিরাপত্তারক্ষীরা।

এখন সেটি দেখার এই কর্মচ্যূত মানুষেরা কোথায় অবস্থান করবেন।