অবতক খবর,৭ সেপ্টেম্বর: দত্তপুকুর আইএসএফ কর্মী খুনে সিবিআইয়ের হাতে চার্জশিটের কপি দিতে অস্বীকার করল ভারপ্রাপ্ত সরকারি উকিল।
ভোট পরবর্তী হিংসায় দত্তপুকুর থানার উলা গ্রামে হাসানুজ্জামান নামে এক আইএসএফ বুথ কর্মীকে খুনের অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
তারই তদন্তে নেমে সিবিআই এর এক আধিকারিক তার আইনজীবিকে নিয়ে বারাসাত আদালতে আসে। সরকার পক্ষের আইনজীবী সান্তময় বসুর সঙ্গে কথা বলে ওই ঘটনার চার্জশিটের কপি চাইলে সান্তময় বসু তাকে আইন মোতাবেক আপিল করার কথা বলে ফিরিয়ে দেয়।
সিবিআইয়ের তরফ থেকে এই মামলায় নতুন করে মামলা করতে চাইলে আদালত জানায় নির্দিষ্ট সময় পেড়িয়ে যাওয়ায় আজ ফাইল করা যাবেনা। আগামীকাল ফাইল করা হবে বলে সিবিআইয়ের সুত্রে খবর। এই ঘটনায় আদালতে চার্জশিট জমা পড়ার পরেও ফের নতুন করে সিবিআই মামলা করতে চাওয়ায় মামলা নতুন মোড় নিতে চলেছে বলে আইনজীবীদের একাংশের দাবী।