অবতক খবর,৭ সেপ্টেম্বর: স্নান করতে নেমে তলিয়ে গেল ছাত্র।
ঘটনাটি মালদার মানিকচকের নুরপুর ব্যারেজ সংলগ্ন কালিন্দী নদীর। মৃত ছাত্রের নাম তৌহিদ আলি।নুরপুর হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র। বাড়ি নুরপুর ফকিরটোলায়।
জানা গেছে,আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ দুই বন্ধুর সাথে নুরপুর ব্যারেজ ঘাটে স্নান করতে যায় তৌহিদ। কিন্তু স্নান করে আর বাড়ি ফেরা হলো না তৌহিদের ।জলের তোরে তলিয়ে যায় তৌহিদ। স্থানীয়রা তাকে উদ্ধার করতে সচেষ্ট হলেও অসমর্থ হয়।
কিন্তু সমস্ত ঘটনার জন্য স্থানীয়রা দায়ী করছেন ব্যারেজের নিরাপত্তায় নিযুক্ত সিআইএসএফ জওয়ানদের। তাদের দাবি, প্রশাসনগতভাবে এমতাবস্থায় নদীতে স্নান করা নিষেধ থাকলে এরকম ঘটনা ঘটত না।
তাদের দাবি, শুধুমাত্র প্রশাসনিক উদাসীনতায় প্রতিবছর এই রকম ঘটনা ঘটে চলেছে।ঘটনার খবর পেয়ে মানিকচক ও রতুয়া উভয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছান।স্থানীয়দের সহায়তায় জোর তল্লাশি চললেও কয়েক ঘন্টা কেটে গেলেও উদ্ধার করা যায়নি তৌহিদকে।