প্রজা কল্যাণকর রাষ্ট্র প্রদত্ত সম্মান যখন রাজনৈতিক সংকীর্ণতার বেড়াজালে আবদ্ধ হয় তখন পুরস্কার প্রাপকের লেখার মানের আর কোনো পরিমাপ করা হয় না– এই প্রতিবাদ জানিয়ে লোকসংস্কৃতির গবেষক রত্না রশিদ বন্দ্যোপাধ্যায় 2019 সালের 26 জুলাই পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত যে অন্নদাশঙ্কর রায় স্মারক সম্মান পেয়েছিলেন, তা তিনি প্রত্যাখ্যান করে সাহিত্য আকাদেমিকে ফিরিয়ে দেন। তিনি বলেন ,বর্তমান পরিস্থিতিতে এই পুরস্কার তাঁর কাছে _কাঁটার মুকুট’-এর মতো।
উল্লেখ্য তিনি ২০০৯ সালেও সাহিত্য আকাদেমি থেকে সম্মানিত হয়েছিলেন। সেই সম্মান কিন্তু ফিরিয়ে দেন নি।

মানুষ আছে
তমাল সাহা

এখনো মানুষ আছ
আজো তার অমল স্পর্শে খুলে যায় জানালা কপাট

ষকোথাও মানুষ আছে আজও তাই মেঘেরা বৃষ্টি আনে
নিরাময় রোদ্র ওঠে
বাতাসে ভেসে আসে শুশ্রূষার ঘ্রাণ

এখনো মানুষ আছে
কোথাও মানুষ আছে