অবতক খবর , রণজিৎ , উত্তর দিনাজপুর :- কাজ শেষ করার 8 মাসের মধ্যে ভেঙ্গে পরল পার মাটিকুন্ডা এর দোলনচাঁ নদীর পাশের নবনির্মিত শ্মশান ঘাট এর বোল্ডার বাইন্ডিং এর কাজ এবং শ্মশানঘাট চত্বর।

ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য মাটিকুন্ডা এলাকায়।নিম্নমানের কাজের বিরুদ্ধে সরব হয়ে এদিন শ্মশান ঘাটে উপস্থিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন এলাকার জনগণ। তাদের অভিযোগ ইসলামপুরের এক ঠিকাদার সংস্থায় কাজের বরাত পায়। কংগ্রেসের সাংসদ দীপা দাশমুন্সির উন্নয়ন তহবিল থেকে 6 লক্ষ 50 হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এই শ্মশান ঘাট।

জনগণের অভিযোগ খুবই নিম্নমানের সামগ্রী দিয়ে এই শ্মশান ঘাটের চুল্লি এবং মৃতদেহ রাখার ঘর সহ শ্মশান চত্বর নির্মাণ এবং পরবর্তীতে গত বর্ষার আগে পোল্ডার বাইন্ডিং এর কাজ করা হয় ।

নিম্নমানের কাজ করার ফলে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। অবিলম্বে নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন তারা।

তাদের দাবি এত তাড়াতাড়ি নির্মাণকার্য ভেঙে পড়ার ফলে শ্মশান ঘাটে শব দাহ করার সমস্যা তৈরি হয়েছে। অবিলম্বে নির্মাণকারী সংস্থা কে এই শ্মশানের কাজ ভালোভাবে করে দিতে হবে এমনটাই দাবি তুলেছেন তারা।