অবতক খবর,৫ এপ্রিল,মলয় দে,নদীয়া:- বাংলার 1428 সালের আজ 21 শে চৈত্র হাতে মাত্র আর নদিন। তারপরেই বাংলা নববর্ষ। আর নতুন বছরে পরিবেশ দূষণের হাত থেকে শান্তিপুর কে বাঁচিয়ে নাগরিকদের ভালো রাখতে, কড়া সিদ্ধান্ত নিলো শান্তিপুর পৌরসভা। যদিও এর আগে শান্তিপুর পৌরসভার বহুদিনের পৌর পিতা প্রয়াত অজয় দে এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন।

তবে দীর্ঘ প্রায় দু’বছর পৌর শাসনকার্য মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কারণে পৌরসভার পক্ষ থেকে ধারাবাহিকতার সাথে প্লাস্টিক অভিযান ব্যাহত হয়। অন্যদিকে সাধারণ মানুষের ক্ষেত্রেও করোনা পরিস্থিতির মধ্যে যোগাযোগ বিহীন অবস্থায় বেরোজগার পরিস্থিতির মধ্যে জীবন যাপন করছিলেন নাগরিকরা। তাই সে সময় নিয়মকানুন অনেকটাই শিথিল করা হয়েছিল তবে সবকিছু স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসার পর পুনরায় নিয়মিত প্লাস্টিকের বিরুদ্ধে অভিযান চালু করতে চলেছেন শান্তিপুর পৌরসভা ।

পুরপ্রধান সুব্রত ঘোষ বলেন, বেশকিছু পৌরসভা রাজ্য সরকারের এই সিদ্ধান্ত অনুযায়ী কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। প্রাথমিকভাবে আমরাও শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে সকলকে বোঝানোর প্রক্রিয়া চালাবো। এজন্য নাগরিকদের বিশেষ সচেতনতা শিবির এবং ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে মিটিং আয়োজন করা হয়েছে। তবে এর পরেও যদি অগ্রাহ্য করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আমরা বাধ্য থাকবো। পৌরসভার সাফাই কর্মীদের প্রচন্ড অসুবিধার মধ্যে কাজ করতে হয় এই প্লাস্টিক ড্রেনে জমার ফলে, নিকাশি ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে, ব্যাহত হয় নাগরিক পরিষেবা। তাই নাগরিকদের কথা মাথায় রেখে এবং সর্বোপরি পরিবেশকে দূষণমুক্ত রাখতে এই সিদ্ধান্ত।

এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বহু সামাজিক সংস্থা পরিবেশ কর্মী এবং বিজ্ঞান কর্মীরা। বিভিন্ন বাজার কমিটির পক্ষ থেকে তা মেনে চলার সম্মতি জানালেও, এই ধরনের প্লাস্টিক কারখানা গুলির উপর বিধিনিষেধ আনা এবং সেখান থেকে পাইকারি ক্যারি ব্যাগ বিক্রি করা ব্যবসায়ীদের উপর নিষেধাজ্ঞা জারি করা হলে তা আরো বেশি ফলপ্রসূ হবে বলে মনে করেছেন তারা।