অবতাক খরর, ৭ই মার্চ ২০২০  সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিওপি অপটিয়ারের বিশেষ অপারেশন কাম গেট ম্যানেজমেন্ট পার্টি, বিএসএফ  রিয়াজুল মন্ডল (21 বছর) কে সন্দেহবসে আটক করে। সে হরিপুকুর গ্রাম থেকে আসছিলেন। তখনই তাকে চেক পোস্টে আটকে বিএসএফ তল্লাশি চালায়।  তাকে কাছে ৫০০০  ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। এই ট্যাবলেটের বাজার মূল্য ২৫ লাখ টাকা বলে জানা গেছে। এছাড়া ভারতীয় মুদ্রা ১০০ / – টাকা, ০১ টি মোবাইল ফোন ও কয়েকটি ১০ টাকার সহ ১টি আধার কার্ড উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে ২৫ লাখ ১০ হাজার কিছুটাকার মালপত্র তার কাছথেকে উদ্ধার করা হয়েছে। তাকে পড়ে গ্রেফতার করেেরা হয়।

জিজ্ঞাসাবাদে রিয়াজুল মন্ডল জানায় যে  এই ট্যাবলেট গুলি সে মদিনা বিবি  কাছথেকে পেয়েছে।  বাপ্পা দাস কে দেয়ার কথা ছিল। তাকে দিতে পারলেই সে ১০০০ টাকা মজুরি পেত। বাপ্পা হিলির মাস্টারপাড়া, পূর্ব অপটিয়ার  বাসিন্দা।