অবতক খবর,২৯ অক্টোবরঃ গত দুই থেকে তিন মাস ধরে রেশন না দেওয়ার অভিযোগ উঠল এক রেশন ডিলারের বিরুদ্ধে। রেশনের দাবিতে রেশন ডিলারকে ঘেরাও করে বিক্ষোভ দেখালো গ্রাহকরা। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের শিতলগছ এলাকায়। জানা গিয়েছে গত দুই থেকে তিন মাস ধরে শিতলগছ এলাকায় চন্দ্রমহন সিংহ নামে এক রেশন ডিলার রেশন সামগ্রী না দেওয়ার অভিযোগ উঠেছে। কোনও মাসে চাল দিচ্ছে তো আটা নয়। আটা দিচ্ছে তো চাল নয়। এমনকি বহু গ্রাহকদের কে একটি করে শ্লিপ দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। গ্রাহকদের বলা হচ্ছে রেশন আসলে দিয়ে দেওয়া হবে। কিন্তু আজ পযন্ত ওই শ্লিপের মাধ্যমে কোনও রেশন পাননি গ্রাহকরা বলে অভিযোগ। এদিন সকালেও রেশন নিতে আসলে লিংক নেই এই কথা গ্রাহকদের বললে ক্ষোভে ফেটে পড়েন গ্রাহকরা। এবং রেশন ডিলারকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুর করে গ্রাহকরা। এই ঘটনায় ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। গ্রাহকরা বিক্ষোভ দেখানোর পর আবার গ্রাহকদের কে একটি করে শ্লিপ হাতে দেওয়া হয় বলে গ্রাহকরা জানিয়েছেন।

অন্যদিকে প্রদীপ সিংহ নামে রেশন ডিলারের এক কর্মী জানিয়েছেন, আগের রেশন সামগ্রী আসলে গ্রাহকদের দিয়ে দেওয়া হবে বলে স্বীকার করে নেন রেশন ডিলারের এক কর্মী। তবে আজকে মেশিনের সমস্যার কারণে গ্রাহকদের রেশন দেওয়া হয়নি। যদি মেশিনটি ঠিক না হয় তাহলে গ্রাহকদের কি ভাবে রেশন দিবেন। যদি মেশিনটি ঠিক হয়ে গেলে তাহলে গ্রাহকদের রেশন দিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।