২৭ সেপ্টেম্বরের কবিতা
তমাল সাহা

এক) তো
পাশে দাঁড়াও

এই বন্ধ ছুঁয়ে আছে
তোমার জন্মভূমির মাটি
এই বন্ধে জড়িয়ে আছে
তোমার জীবনের অন্ন।

এই বন্ধ
তোমার অন্নদাতার জীবন সংগ্রাম
এই বন্ধের পাশে যদি তুমি না দাঁড়াও
মানুষ হিসেবে তুমি জঘন্য।

দুই)
অন্যমানে
এই‌ বন্ধ
বন্ধের জন্য বন্ধ নয়
এই বন্ধে জড়িয়ে আছে
বেঁচে থাকার আশ্রয়।

এই বন্ধ রাষ্ট্র বা পুঁজিপতি ঘোষিত
লকডাউন বা লকআউটের বন্ধ নয়
এই বন্ধের অন্য মানে।

এই বন্ধ ঘোষণা করেছে
মাটির মানুষেরা
মানুষের জীবনের জয়গানে।

তুমিও প্রস্তুত থাকো
কাস্তের শানে
তাদের পাশে সোচ্চার হয়ে
লড়াইয়ের ময়দানে।