২৪ বছর আগের ঘটনাঃ
অবতক– এর স্মরণ

বিশ্বে ফুটবল ক্রীড়ার ইতিহাসে কলঙ্কিত ও শোকাবহ ঘটনার সাক্ষী পশ্চিমবঙ্গ। আজ ফুটবলপ্রেমী স্মরণ ও শোক দিবসেই পশ্চিমবঙ্গে ‘খেলা হবে’ অনুষ্ঠানের সূচনা।

১৬ আগস্ট, ১৯৮০ঃ সেই মারণ ফুটবল খেলা। হাজির ছিল কাঁচরাপাড়ার শতাধিক যুবক। সেদিন পদপিষ্ট হয়ে ১৬ জন ফুটবলপ্রেমীর মৃত্যুর ঘটনা ঘটে।

খেলা হবে
তমাল সাহা

খেলা হবে, আরো কত হবে খেলা।
ইডেন তখন মৃত্যুর ডেন–
নন্দন কাননে মৃতদেহের মেলা।
ডার্বি ম্যাচ- প্রীতি ও আনন্দের খেলা
শোক ও আর্তনাদ নিয়ে
পেছনে এসে দাঁড়ালো সূর্যাস্ত বেলা।

ইস্টবেঙ্গল-মোহনবাগান নামে ছোটে তুফান।
ক্রীড়াপ্রেমীরা কাতারে কাতারে হাজির,
পূর্ণ একের পর এক গ্যালারি।
কী হবে, কী হবে আজ ভয়ঙ্কর!
দুটি দলই তো ভারি।
ম্যাচ তো শেষ, ফলাফল শূন্য।
প্রবল পৈশাচিক উত্তেজনা—-
হাতাহাতিতে গ্যালারি তখন পূর্ণ।
ভয় ত্রাস ছুটোছুটি, কে আগে বাঁচাবে জান।
পদপিষ্ট হয়ে নিহত ষোলটি তাজা প্রাণ।

ফুটবল! ফুটবল! লিখলো কলঙ্কের অধ্যায়।
ষোল আগস্ট, উনিশশো আশি—
ষোলটি মায়ের কোল শূন্য করে
ইডেনের বাতাস আজও কেঁদে যায়…

ছবি—
উপরেঃ পৈশাচিক হিংস্রতা- গ্যালারি থেকে ফেলে দেওয়া হুচ্ছে বিরোধী সমর্থকদের।
নিচেঃ পদপিষ্ট হয়ে নিহত ক্রীড়াপ্রেমীদের নিথর দেহ।