অবতক খবর,১৪ জুনঃ ১৪৪ ধারা জারি থাকলেও বিডিও অফিস থেকে ১ কিমির মধ্যেই জমায়েত থাকলো তৃণমূলের। আর সেই জমায়েত সরাতে হিমশিম খেলো পুলিশ। বুধবার সেই ছবি উঠে এলো মুর্শিদাবাদের জলঙ্গীতে। জানাগেছে, গত ৯ ই জুন থেকে শুরু হয়েছে রাজ্য পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমার কাজ। তারপরেই রাজ্যের বিভিন্ন জাইগায় অশান্তির ছবি উঠে আসে।

তারপরেই প্রথমের ১৪৪ ধারা ঘোষনার দুরত্ব বিডিও অফিস থেকে ১০০ মিটার দুরত্ব বাড়িয়ে তা ১ কিমি করা হয়। তারপর থেকেই পুলিশ প্রচির শুরু করে। কিন্তু কে করে কার তোয়াক্কা। আজ অর্থাৎ বুধবার পঞ্চম দিনেও জলঙ্গীতে সকাল ১১ টি থেকে শুরু হয় মনোনয়ন জমার কাজ। সেই মনোনয়ন জমা হবার কাশ শুরুর পর থেকেই বিডিও অফিস থেকে ১ কিমি তো দুরের কথা ১০০ মিটারের গন্ডির মধ্যে ভিড়ের ছবি উঠে এলো। পরক্ষনে জমায়েত বাড়তে থাকলে পুলিশ তাদের সরিয়ে দেবার চেষ্টা করে।

কিন্তু পুলিশের কথা না শুনেই ১ কিমির মধ্যেই অবস্থান করে থাকলো তৃণমূলের জমায়েত। দীর্ঘক্ষন দাড়িয়ে থাকলো তারা। নানান অজুহাতে জমায়েত খাড়া করেছেন।