অবতক খবর,২৫ মে: বুথ পরিদর্শনে আসা অভিজিৎকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল সর্মথকেরা।

জানা যায়, শনিবার ভোট চলছে তমলুক কেন্দ্রে। তাঁর মধ্যে বুথ পরিদর্শনে আসা অভিজিৎকে ঘিরে বিক্ষোভ দেখান, চোর, চোর বলে শ্লোগান দেওয়া হয়, আবার কখনো বা গো ব্যাক শ্লোগান দেওয়া হয়।
স্থানীয় সূত্রে খবর, শনিবার বার সকালে ৭টা নাগাদ হলদিয়া বুথের বাইরে বিক্ষোপের মুখে পড়েন অভিজিৎ। তাঁকে দেখে চোর বলে শ্লোগান দেওয়া হয়,
সাথে দেওয়া হয় গো ব্যাক শ্লোগান,
প্রথম দিকে তিনি শান্ত থাকলেও
শেষের দিকে মেজাজ হারান তিনি।
বলেন, ” বিক্ষোভ দেখালে হাড়গোর ভাঙা হবে। ”

কেনো এই বিক্ষোভ? তাঁকে প্রশ্ন করলে তিনি জানান,
“শ্লোগান দিচ্ছে তো আমি কি করবো?
এখানে ছাপ্পা দেওয়া হচ্ছে অভিযোগ পেয়ে এসেছি। কুইক রেসপন্স টিমকে খবর দিয়েছি।
তাঁদের আসার অপেক্ষা করছি।”

হলদিয়ার বুথের সামনে দাঁড়িয়ে যখন অভিজিৎ একথা বলেন,
তখন অদূরে কেদ্রীয় বাহিনীকে দেখা যায় লাঠি হাতে, বিক্ষোভকারীদের দিকে তেড়ে যেতে।

অভিজিৎ কে প্রশ্ন করা হয় আপনাকে ঘিরে কেনো এমন বিক্ষোভ?
তার জবাব দিয়ে তিনি কিছুটা আক্রমণাত্মক সুরে বলেন “অতো সাহস কারোর এখনো হয়নি। “আমাকে ঘিরে বিক্ষোভ দেখালে হাড় গোর ভেঙে দেবো ”

এরপরেই, কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে
এবং গাড়ি নিয়ে বুথ থেকে সটান বেরিয়ে যান বিজেপি নেতা।