অবতক খবর,১৭ এপ্রিল: মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের দোহালিয়া ধর্মরাজ তলা সংলগ্ন এলাকার দত্ত বাড়ির বাসন্তী পূজা প্রায় ১০০০ বছরের পুরনো, পারিবারিক এই বাসন্তী পূজায় চিরাচরিত প্রথা অনুযায়ী নবমী তিথিতে কুমারী পূজা অনুষ্ঠিত হল। হোম যজ্ঞ সহকারে বৈষ্ণব মতে এই বাসন্তী পূজা হয়ে আসছে যুগ যুগ ধরে।

সারাবছর ধরে অপেক্ষায় থাকেন দত্ত পরিবারের সদস্যরা বাসন্তী পূজা কবে আসবে বাসন্তী পূজার চার দিন ব্যাপক আনন্দ উৎসবের সঙ্গে কাটান দত্ত পরিবারের সদস্যরা, দত্ত পরিবারের আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব সকলেই এই বাসন্তী পূজা উপলক্ষে দোহালিয়া মুখি হন শুধু দত্ত পরিবারি নয় এলাকার আট থেকে আশি সকলেই এই বাসন্তী পূজা উপলক্ষে মেতে উঠেন। দোহালিয়া গ্রামের দত্ত পরিবারের ১০০০ বছরের প্রাচীন এই বাসন্তী পূজা কান্দি শহরের ঐতিহ্য বহন করে চলেছে যুগ যুগ ধরে।