আজ জাতীয় কলা দিবস

কলার নৌকোর গান
হ্যারি বেলাফন্টে

ডে ও! ওহে দিনরাত খেটেখাওয়া মানুষ
শোনো শোনো কলার গান

দুনিয়ার কলারা এক হও!

কলার খোসা ছাড়াও,
ছাড়িয়ে ফেলো কলার খোসা
কলা হাতে নাও,
ঝাঁকাও, ঝাঁকাতে থাকো কলা

হে কলা!
তুমি দৌড়োও,দৌড়োতেই থাকো
হাততালি দাও হে কলা,
দাও দাও হাততালি
বিদায় কলা! বিদায়! বিদায়!
কলা নিয়ে আমরা পথ পথে চলি

কলারা এক হও,
দুনিয়া কো কেলা এক হো!
কলাদের খোসা ছাড়াও বাঁদিকে
কলাদের খোসা ছাড়াও ডানদিকে
কলাদের খোসা ছাড়াও নিচে মাঝে এবং
উফ, একটা কামড় বসাও
আরে একটা কামড় বসাও!
যাও হে কলারা,
যাও যাও কলারা সব
যাও যাও ছড়িয়ে পড়ো!

দুনিয়ার কলারা ছড়িয়ে পড়ো!

এটি বেলা ফ্রন্টের গান

ডে ও! উচ্চারণ এবং ব্যানানা শব্দটি এখানে শ্রম ও সংগ্রামের ইঙ্গিতবাহী প্রতীক। ব্যানানা সঙ্ একটি চিরায়ত জ্যামাইকা-লোকসংগীত‌। এটি শ্রমজীবী মানুষকে সম্মিলিত ও সংহত করার এক আহ্বান সংগীত।
সূর্যের তাপকে এড়ানোর জন্য জ্যামাইকার বন্দরের মুজররা রাতভর জাহাজে কলার কাঁদি বোঝাই করতো। তারা চাইতো সকাল যেন দ্রুত চলে আসে। আর তাদের বস বা মালিক তাদের কাজ বুঝে নিয়ে তাদের পাওনা-গণ্ডা মিটিয়ে দেয়। তারা ভোরের অপেক্ষায় আছে। তারা একটু ফুরসৎ পাবে। বাড়ি ফিরে যাবে।

ভাবানুবাদঃ তমাল সাহা