হে সূর্যশ্রী
তমাল সাহা

সূর্য নিভে গেছে মানে পৃথিবী মরে গেছে।
এসব আমরা কোনোদিনও আনিনি বোধে
সূর্য তাই আমাদের শিক্ষা দেয় প্রতিশোধে।

অরণ্য সাফ করে দিয়েছিস তুই
নদী জলে দিয়েছিস বাঁধ
তুই উন্মাদ,
উন্নয়ন! উন্নয়ন! মানুষকে করেছিস প্রতারিত
মুদ্রা লোভে করেছিস এই স্বার্থান্ধ খেলা
নিজেই ডেকে এনেছিস এই মহাকাল বেলা

পৃথিবী তো আমারই জাতক
আমার নির্মাণকে ধ্বংস করেছিস তুই, মহাঘাতক!

হে পিতাশ্রী!
হাত জোড় করি,করে দাও ক্ষমা
দেখিও না আর ভয়
হে পিতা! দক্ষিণ হস্ত প্রসারিত কর
দাও বরাভয়।