শুধু মুকুলই নন,বঙ্গ থেকে নিখোঁজ ব্যারাকপুর মহকুমা তথা বীজপুরের একাধিক লিডার

অবতক খবর,১৮ এপ্রিলঃ পশ্চিমবঙ্গের রাজনৈতিক পট পরিবর্তন এবার সময়ের অপেক্ষা। কারণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন,চব্বিশেই হয়ে যাবে লোকসভা এবং বিধানসভা ভোট। তবে কি এটাই সত্যি হতে চলেছে?

একের পর এক তৃণমূলের বিধায়ক এবং তাদের দুর্নীতি সামনে আসছে। ধরা পড়ছেন নেতারা। আর এতেই কমছে শাসক শ্রেণীর বিধায়কের সংখ্যা।

তবে এরই মধ্যে মুকুল রায়কে নিয়ে হুলুস্থুল কাণ্ড। তিনি নিখোঁজ,এই মর্মে মুকুল পুত্র শুভ্রাংশু অভিযোগ করেন। শেষমেষ তাঁকে পাওয়া যায় দিল্লিতে।

এদিকে তিনি এক মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে সরাসরি বলেছেন যে, তিনি বিজেপিতে ছিলেন,বিজেপিতে আছেন এবং তাঁর ছেলেকেও বিজেপিতে যোগ দেওয়া উচিত।

তবে সকলের ফোকাস মুকুল রায়ের দিকে থাকলেও,এই ব্যারাকপুর মহকুমায় শুধু মুকুল রায় বঙ্গ থেকে নিখোঁজ নেই, নিখোঁজ রয়েছেন বহু নেতা। তারা কোথায়? এ ব্যাপারে কেউই কিছু জানেন না।
তবে সূত্রের খবর,তারা নাকি দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটি, ব্যারাকপুর,দমদম সহ অন্যান্য বিধানসভা থেকে লিডাররা পাড়ি দিয়েছেন দিল্লি।
কিন্তু কেন তারা পাড়ি দিলেন দিল্লি? উত্তর পাওয়া এখন সময়ের অপেক্ষা মাত্র।
কেউ কেউ বলছেন, নিজের কাজের জন্য দিল্লি যাচ্ছেন,আবার কেউ বলছেন নিজের দায়িত্বে জন্য দিল্লি যাচ্ছেন।
বীজপুরের অনেক লিডার নিখোঁজ।
জানা গেছে, তার ইতিমধ্যে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

ব্যারাকপুর লোকসভায় আগামীতে কি হতে চলেছে, সেই দিকেই তাকিয়ে আপামর জনগণ।