জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। কেমন আছে আমার জননী ও জন্মভূমি? এবার একবার জন্মভূমি দেখি, একবার জননীকে দেখি। আপনারাও দেখুন।

হে আমার জননী
তমাল সাহা

কী দেখছো তুমি?
জননী,না জন্মভূমি!
ঐ শিশুটি কার—
বুকে রাখো হাত
প্রশ্ন করো বারবার
তোমার আমার, না
ঐ গর্ভধারিণী মা-র?

ও কি মা জননী?
দেখে কি মনে হয় কোন রমণী!
ওটা কি কোনো পয়স্বিনী স্তন?
উত্তর দাও নির্লজ্জ সুধীজন!

ঐ আধারে আছে কোন্ অমৃত?
আমি দেখি,মাথা নত করি
মা ও‌ শিশু দুজনেই জীবন্মৃত!

এর পরেও আমরা মানুষ!
আছে কোনও লজ্জা?
পিঠে দাও হাত, দেখো তো
আছে কোনো অস্থিমজ্জা!