অবতক খবর,১০ সেপ্টেম্বরঃ হালিশহর পৌরসভার কর্মচারীদের জন্য নতুন নির্দেশিকা জারি করলেন হালিশহর পৌরসভার উপ পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ। এতদিন পৌরসভার কর্মচারীরা যে যার ইচ্ছা খুশি মতো আসতেন এবং চলে যেতেন। ‌ কোন দপ্তর কতটুকু সময় কাজ করবে,সেই দপ্তর গুলি কি নিয়মে চলবে এবং কোন্ কর্মচারী কখন আসবেন এবং কখন যাবেন তা হয়তো সকলে জেনেও না জানার ভান করে থাকতেন। ‌ এতদিন পৌরসভা চালাতেন হালিশহর পৌরসভার চেয়ারম্যান রাজু সাহানি।

বর্তমানে তাঁর অনুপস্থিতিতে বিগত ২-৩ দিন ধরে এক নতুন নির্দেশিকা জারি করেছেন উপ পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ। তিনি ওই নির্দেশিকায় জানিয়েছেন, সকল পৌর কর্মচারীকে সকাল সাড়ে দশটার মধ্যেই চলে আসতে হবে পৌরসভায়। না হলে তাদেরকে সাসপেন্ড করে দেয়া হবে। এমনই কঠোর নির্দেশিকা জারি করেছেন শুভঙ্কর ঘোষ।

এই নির্দেশিকা জারির একটাই উদ্দেশ্য, নাগরিক পরিষেবাকে আরো উন্নত করা। কেউ যেন পৌরসভায় এসে ফিরে না যান। কারণ বারবার অভিযোগ আসছিল যে,বিভিন্ন দপ্তরে লোক না থাকায় মানুষ ফিরে যাচ্ছেন। ফলতো এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেই কারণেই এই নির্দেশিকা জারি করেছেন  হালিশহর পৌরসভার উপ পৌর প্রধান শুভঙ্কর ঘোষ।