অবতক খবর,৩০ মার্চ: শ্রীচৈতন্য মহাপ্রভুর দীক্ষাগুরু ঈশ্বরপুরী বসবাস করতেন এই হালিশহরেই। গুরুদেবের বাস্তুভিটা থেকে মাটি নিয়ে শ্রীচৈতন্য তিলক কাটতেন। তাঁকে অনুসরণ করে অন্যান্য চৈতন্য-ভক্তরাও তাই করতেন। মাটি নিতে নিতে বড় জলাশয়ের সৃষ্টি হয়েছে, যা আজ “চৈতন্য ডোবা” নামে পরিচিত।

আজ হালিশহরের চৈতন্য ডোবায় মহাপ্রভুর মন্দিরে দোল মহা উৎসব উপলক্ষে পুজো দিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনি বলেন,মহাপ্রভুর কাছে আশীর্বাদ চাইলাম, অসুর শক্তি নাশ করে যাতে যুদ্ধে জয়লাভ করতে পারি।