অবতক খবর,৪ মে: প্রকাশিত হলো এ বছরের (২০২৪)হাই মাদ্রাসা বোর্ডের ফলাফল। মেধা তালিকায় এ বছরও জয়জয়কার মুর্শিদাবাদ জেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসার। অল্পের জন্য প্রথম হতে না পারলেও দ্বিতীয় স্থান ছিনিয়ে নিয়েছে এই মাদ্রাসারই ছাত্রী তামান্না সুলতানা ।তার প্রাপ্ত নম্বর ৭৭৫. অন্যদিকে আজিজিয়ার আরেক ছাত্রী হুমায়রা খাতুন অধিকার করেছে পঞ্চম স্থান ।

তার প্রাপ্য নাম্বার ৭৭১. মাধ্যমিক বোর্ডের ফলাফলে মুর্শিদাবাদ জেলার ফল আশানুরূপ হয়নি ।এ বছর মাধ্যমিক মেধা তালিকায় ৫৭ জনের নাম থাকলেও মুর্শিদাবাদ জেলার কোনও স্কুলের নাম নেই। স্বাভাবিকভাবেই কিছুটা হতাশা প্রকাশ করেছিলেন শিক্ষক, অভিভাবক থেকে শুরু করে শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ। সেই হতাশা অনেকটাই কাটিয়ে দিল মুর্শিদাবাদ জেলার হাই মাদ্রাসা বোর্ডের ফলাফল ।মেধাতালিকার মোট ১৭ জনের মধ্যে মুর্শিদাবাদ জেলার রয়েছে পাঁচজন ।তার মধ্যে দুজনই ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসার। তবে তামান্না সুলতানার স্বপ্ন হলো ডাক্তার হওয়া।