আজ তোমার জন্মদিন চার্লস ডিকেন্স।
ফরাসি বিপ্লবের কালে তুমি আমাদের সতর্ক করে দিয়েছিলে, তুলে ধরেছিলে পটভূমি

হায়! চার্লস ডিকেন্স

দুই শহরের গল্পঃ তুমি কি গাঙ্গেয় তীরে পশ্চিমবঙ্গ আর যমুনা তীরে দিল্লিকে দেখেছিলে!!
আমি তাতে আমার দেশের সাযুজ্য খুঁজি

উপন্যাসের প্রারম্ভে তো তুমি এই ঐতিহাসিক লিখনই লিখেছিলে!

‘এটা ছিল কালের সর্বশ্রেষ্ঠ সময়, এটা ছিল কালের নিকৃষ্টতম সময়, এটা ছিল জ্ঞানার্জনের যুগ, এটা ছিল নির্বুদ্ধিতার যুগ, এটা ছিল বিশ্বাসের অধিযুগ এটা ছিল অবিশ্বাসের অধিযুগ, এটা ছিল আলোর পর্ব,এটা ছিল অন্ধকারের পর্ব, এটা ছিল আশার বসন্তকাল, এটা ছিল হতাশার শৈত্যকাল, আমাদের সামনে সবকিছু ছিল, আমাদের সামনে কিছুই ছিল না, আমরা সোজাসুজি স্বর্গের অভিমুখে যাচ্ছিলাম, আমরা সরাসরি অন্য পথে যাচ্ছিলাম— সংক্ষেপে, এই কালপর্বটি প্রায় হুবহু বর্তমান সময়ের মতো, এর কিছু গোলমেলে ব্যাপার-স্যাপার মেনে নেবার জন্য কর্তৃপক্ষ জোরাজুরি করেছিল, ভালোর জন্য অথবা খারাপের জন্য–শুধুমাত্র তুলনার উচ্চতম মাত্রায়।’

© অনুবাদ তমাল সাহা