আজ রক্ত গোলাপের দিন। কবি দ্রোণাচার্যের শহিদ হবার দিন।

রক্ত গোলাপ
তমাল সাহা

কলম তখনই প্রকৃত কলম
প্রত্যয়ে কথা বলে
যখন বিদ্রোহ হয়ে ওঠে অনিবার্য।

শ্রেণিসংগ্রাম, ফৌজি সংগঠন–
এসব কথা বলে গেছে কবিতায়
কবি দ্রোণাচার্য।

হুগলি জেলের দেয়ালে তার রক্তরেখা
বন্দুকের নল রাজনৈতিক ক্ষমতার উৎস–
এখনো আছে লেখা।

আকাশ ভরা সূর্য তারা,মাটির বুকে গান
কবি কলম রাজনীতি– একাকার
যুদ্ধ! যুদ্ধ! —জীবন সংগ্রাম।

অস্ত্রবান কবি দ্রোণাচার্য বীর
বজ্রনির্ঘোষ শতাব্দীর
ধেয়ে চলেছে নকশালবাড়ির তীর…

আজ রোজ ডে
কোনো কবিতা নয়,
লিখি একটি বিশেষ বিলাপ।
রণাচার্য দ্রোণাচার্য
নতজানু তোমার পায়ের কাছে
রেখে যাই ভালোবাসার একটি রক্ত গোলাপ।