অবতক খবর,২ এপ্রিল: মতুয়া ধর্মালম্বীদের ওপর বারাসাতে কাজীপাড়ায় আক্রান্ত হওয়ার ঘটনা প্রসঙ্গে এদিন হাবরা পৌরসভার সাংবাদিক সম্মেলন করলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে জেলাজুড়ে তৈরি হয়েছে চাপানউতোর। ইতিমধ্যেই এই ঘটনায় চারজন অভিযুক্তকে গ্রেফতার করেছে বারাসাত থানার পুলিশ।

এদিন সাংবাদিক সম্মেলনে জ্যোতিপ্রিয় মল্লিক জানান ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে ওই এলাকার সিসিটিভি ফুটেজ। সেখানেই দেখা যাচ্ছে মতুয়া ভক্তদের বাসের সঙ্গে 407 গাড়ির ছোট একটি দুর্ঘটনা ঘটে। কিন্তু এই ঘটনাটিকেই রাজনৈতিক রঙ চড়ানোর অভিযোগ তোলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

তিনি বলেন, ঠাকুরবাড়ি নিয়ে রীতিমতো রাজনীতি করছেন শান্তনু ঠাকুর। ঠাকুরবাড়িতে মোদি অমিত সাহার ছবি টাঙ্গানো নিয়ে কটাক্ষ করেন জ্যোতিপ্রিয়। আইন আইনের পথে চলবে আইনের কাছে সবাই সমান এমনটাও জানান তিনি। এদিন সাংবাদিক সম্মেলনে বিজেপি সাংসদ তথা জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কে কটাক্ষ করেন। সুকান্ত মজুমদার কে রীতিমত হরলিক্স বেবি, হোদল কুতকুত ও বলেন মন্ত্রী জ্যোতিপ্রিয়।