বুদ্ধ পূর্ণিমা
তমাল সাহা

এক)
বুদ্ধ মানে তো জ্ঞান ও প্রজ্ঞা–
সেটি কোথায়?
পূর্ণিমা! সে তো আমাদের বাড়ি
রোজ বাসন মেজে যায়।

দুই)
মনে পড়ে গেল
আজই তো সেই বুদ্ধপূর্ণিমার রাতটি!
এই রাতেই রেললাইনে পরিযায়ীদের চাপা দিয়ে চলে যায় মালগাড়ি
সারাদিন হাঁটার ক্লান্তি,ছিল অনাহারী।
খেতে বসেছিল, পড়ে রইলো নিজের রক্তমাখা মাংস ও হাতে গড়া রুটি।

একদিন কবি বলেছিল পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি
প্রমাণিত হয়ে গেল এই সত্যটি–
আকাশে তখন ঝুলছিল চাঁদ
রেললাইনে রইল পড়ে রুটি ও করোটি!