দ্বিপ্রাহরিক খররৌদ্র লিখন

আজকের খবরঃ ভিন ধর্মে বিয়ের সাজা, পিটিয়ে হত্যা যুবককে– বুধবার ৪ মে,২০২২ সারুরনগর, হায়দ্রাবাদ

হত্যালিপি
তমাল সাহা

আজ রচনা বই খুঁজে খুঁজে খুঁজে হয়রান। দেখি হত্যা সম্পর্কিত কোনো প্রবন্ধ নেই টুকুনের বইতে।

আমার আলুথালু চুল দেখে টুকুন আমার ঘরে দৌড়ে আসে। দেখে তার সমস্ত প্রবন্ধের বই আমার বিছানায় ছড়ানো-ছিটানো।

আমার থুতনি উঁচু করে দেখে। কি হয়েছে তোমার?

আমি বলি, এসব কোনো বই নাকি! কারা লেখে? হত্যা বিষয়ে কোনও প্রবন্ধ নেই।
টুকুনের দ্রুত উত্তর,তা থাকবে কেন? প্রবন্ধের বই কি খুন সিরিজ নাকি! আরে কাগজ, খবরের কাগজ খোলো! হত্যার প্রবন্ধ বিবরণ রাষ্ট্রের নিরাপত্তা সবই পেয়ে যাবে। হত্যা কত প্রকার কিভাবে করা যায়, সব! সব!

আজ দেখো হায়দ্রাবাদের ঘটনা। ভিন ধর্মে বিয়ের সাজা, পিটিয়ে হত্যা।
হাথরস হাঁসখালিতে ধর্ষণ করে হত্যা, গণধর্ষণে হত্যা, বগটুইতে জ্বালিয়ে খুন- জতুগৃহ, বহরমপুরে কুপিয়ে খুন, তাহেরপুরে গলাটিপে হত্যা, আমতায় ছাদ থেকে ফেলে হত্যা, পানিহাটিতে গুলি করে খুন, পাথরে মাথা থেঁতলে খুন…

তার মানে কত প্রকার হলো, কড় গুণেছ? আরো শুনবে? গবেষণা চলছে বাকিটা জানা যাবে আরো পরে।

হত্যার বৈশিষ্ট্য– মেয়েদের শুধু ধর্ষণ করে হত্যা করা যায়। হত্যাও পণ্য হতে পারে।কোনো কোনো ক্ষেত্রে পণ্যমূল্যও পাওয়া যায়। আর রাষ্ট্রও হতে পারে হন্তারক।