আমরা ঘরবন্দি-লক ডাউন। ওরা লক-হীন। ছুটছে হাসপাতালে হাসপাতালে। জীবনের ঝুঁকি, নিয়েছে শপথ।
স্তব্ধ করে দেবে করোনা-র চলমান রথ।

স্বাস্থ্যকর্মীদের প্রতি
তমাল সাহা

সুচেতনা! তুমি বসে আছো এতোদূরে?
স্পর্শের হাত নিয়েছো গুটিয়ে। ভালোবাসা আহত, পড়ছে কি ক্রমশ নুইয়ে?

হাতজোড় করে কত দূর থেকে
আর বলবে নমস্তে!
দেখা হবে কি আর সূর্যোদয় বেলায়
অথবা সূর্যাস্তে!

স্পর্শ ছাড়া প্রকৃতি চলে?
গাছেরা দিবারাত্রি কথা বলে নীরবতায়।‌
পাতাগুলি নড়ে ওঠে হাওয়ায় হাওয়ায়।

এইসব নারীদের নিরাময়ের হাত
এইসব তারুণ্যের শুশ্রূষার হাত
কি করে এড়াবে তুমি?
আক্রান্ত মানুষগুলি তবে কি করে বাঁচে?
মুখোশ দস্তানা হাতে ঝুঁকি নেয় নিজের জীবনের।
অন্য জীবন যেন ফুল হয়ে রৌদ্র মাখে। ‌
তাহাদের স্পর্শের ভালোবাসার
উষ্ণ আঁচে।

এইসব সুমহান হাত
লড়াই করছে দিনরাত।
এইসব দায়বদ্ধ হাত
যুদ্ধ করছে দিনরাত। ‌
আহতরা পড়ে আছে রণাঙ্গনে,
এইসব হাত জানে জীবনের মানে।

হাতে নেই সময়,
হাত চালাও দ্রুত তাড়াতাড়ি।
ধ্বংসের পৃথিবীর মুখে সৈনিক ওরা।
এসো, ওদের হাজার হাজার সালাম করি।