অবতক খবর,২৯ মার্চ:প্রাণঘাতী করোনা ভাইরাসের বিরুদ্ধে দেশব্যাপী লক ডাউন। এরমধ্যেই দিনমজুর মানুষের খাবার যোগানোর সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে ‘প্রবাহ’-র প্রয়াসে আজ প্রথম দিন শুরু হল ১,৩,৪,৭,৮,৯,১০,১২,১৪,১৫,১৮ এবং ২২ নং ওয়ার্ড এলাকায়।ইটখোলা, নবীন পল্লী, দারভাঙ্গা কলোনী,সূর্যনগর কলোনী, দীনবসু লেন, নিরঞ্জন সেন পল্লী, বিনোদনগর, আগুরীপাড়া, ধরমদাসের কুটীর, আব্দুল জব্বার রোড, নকড়ি মন্ডল রোড, যাদের বক্স লেন, নলিনী বসু রোড, রমেশ গোস্বামী রোড,ধোবীপুকুর রোড, সিটিবাজার, ভূতবাগান কলোনীতে যথাসম্ভব চেষ্টায় সমাজের আর্থিকভাবে দুর্বল মানুষদের কাছে পৌঁছানো হল চাল, আলুর প্যাকেট। কোথাও বা চাল, ডাল, আলু, পেঁয়াজ, সাবান, বিস্কুট। সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে যারা এই কাজে সাহস যোগাচ্ছেন, তাদেরকে কুর্নিশ জানাচ্ছে ‘প্রবাহ’, কাঁচরাপাড়া। তারা জানিয়েছেন যদি কোন সহৃদয় ব্যক্তি তাদের
সহযোগিতা করতে চান তবে যোগাযোগ করুন:-
দেবর্ষি- 9831710611
বাবিন- 9831442627
ছোটো- 9883108871
বাবাই – 9051288899
ছোটকা – 9332932369।