অবতক খবর , রাজ্ , হাওড়া :- স্বাধীনতা আন্দোলনে সব চেয়ে বেশি কৃতিত্বের দাবি করা কংগ্রেসের কার্যালয়ে উড়লো উল্টো জাতীয় পতাকা। কটাক্ষ বিজেপির।  জাতীয় পতাকা তুলতে গিয়েই বিপত্তি। স্বাধীনতা দিবসে দিনভর জাতীয় কংগ্রেসের পার্টি অফিসে উল্টো উড়ল জাতীয় পতাকা। স্থানীয় কংগ্রেস নেতারা অবশ্য এই বিষয়ে মন্তব্য করেন নি। আজ এমনই ঘটনা ঘটল উলুবেরিয়া ২ নম্বর ব্লকের রোঘুদেবপুরে। উলুবেরিয়া ২ নম্বর ব্লকের রোঘুদেবপুরে জাতীয় কংগ্রেসের কার্য্যালয়ে নেতাজি সুভাষ চন্দ্র বোসের ১২৫ তম জন্ম দিবস উপলক্ষে নেতাজির ছবিতে মাল্যদান ও জাতীয় পতাকা তোলা হয় আজ সকালে। কিন্তু সেই পতাকা তোলার সময় কেউই খেয়াল করেননি যে উল্টোভাবে জাতীয় পতাকা উত্তোলন হয়েছে। মাইক বাজিয়ে দিনভর বাজতে থাকে দেশাত্মবোধক গান। আর তার সঙ্গে উড়তে থাকে উল্টো জাতীয় পতাকা।

শেষ পর্যন্ত বিকেলের দিকে বিষয়টি প্রকাশ্যে এলে জাতীয় কংগ্রেসের হাওড়া জেলার সভাপতিকে এই বিষয় নিয়ে প্রশ্ন করা হয়। তিনি জানান বিষয়টি তিনি জানেন না। কিন্তু যদি এটা হয়ে থাকে তা অনভিপ্রেত। এটা অনিচ্ছাকৃত ভ্রান্তি বলেই দাবি করেন। পাশাপাশি তিনি আরও বলেন এই কাজের চেয়ে খারাপ কিছু হয় না। জাতীয় পতাকা উল্টো করে তোলা একটি চরম অন্যায় কাজ হয়েছে বলেই তিনি দাবি করেন। তিনি জানান তিনি অবিলম্বে খোঁজ নেবেন। তিনি স্বীকার করেন এই ধরণের কাজ চরম গাফিলতির উধাহরণ।  সুযোগ পেয়ে শাসক দলকে বিঁধতে ছাড়েনি বিজেপি-ও। দলের গ্রামীন হাওড়ার জেলা সভাপতি উমাশঙ্কর হালদার বলেন, যারা দেশের স্বাধীনতার যুদ্ধে নিজেদের অবদান দাবি করে সেই জাতীয় কংগ্রেসের কাছ থেকে এটা আশা করা যায় না। এটা মেনে নেওয়া যায় না। তিনি এই ঘটনার তীব্র ধিক্কার ও নিন্দা জানাচ্ছেন।