অবতক খবর , সম্পা ভট্টাচার্য : মালবাজার (জলপাইগুড়ি) :- মাল মহকুমার নাগরাকাটার বামনডাঙ্গা চাবাগানে মডেল ভিলেজের কাছে বাইসন মেরে তার মাংস খাওয়ার অভিযোগ উঠল মডেল ভিলেজের বাসিন্দাদের বিরুদ্ধে। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই বনদপ্তরের বিশেষ প্রশিক্ষিত কুকুর ‘অরল্যান্ডো’কে দিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বনদপ্তর। প্রসঙ্গত শনিবার সকালে মডেল ভিলেজের কাছে গরুমারা জঙ্গলের মধ্যে একটি পূর্ণবয়স্ক স্ত্রী বাইসনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন বনকর্মিরা।

দেখা যায় বাইসনটির পেছনের দিকের মাংস কাটা অবস্থায় ছিল।মাংস কেটে নেওয়া হয়েছে বলেই সন্দেহ। এরপরই ঘটস্থলে চলে আসে ডায়না ও গরুমারা রেঞ্জের রেঞ্জারসহ বনাধিকারিকরা। অরল্যান্ডো মৃত বাইসনের কাছ থেকে ছুটে যায় মডেল ভিলেজের একটি বাড়িতে। সেখানে থেমে যায় কুকুরটি।

প্রতিবেদন লেখা পর্যন্ত বনকর্মিরা ঘটনাস্থলেই আছেন।এই বিষয়ে গরুমারা নর্থের রেঞ্জ অফিসার অয়ন চক্রবর্তি বলেন,একটি বাইসনকে মৃত অবস্থায় উদ্ধার হয়েছে।

কিন্তু এর শরীর থেকে মাংস কাটা অবস্থায় ছিল।আমাদের ধারণা মাংস কেটে নেওয়া হয়েছে।আমরা তদন্ত শুরু করেছি।এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।