অবতক খবর,২৯ নভেম্বর : রাজ্য পরিবহন দপ্তরের উদ্যোগে পানিহাটি পৌরসভার অন্তর্গত গঙ্গার তীরবর্তী অঞ্চলে নির্মীয়মান জেটির আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভার্চুয়ালি এই জেটির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পানিহাটিতে আনুষ্ঠানিকভাবে জেটির উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী সহ ব্যারাকপুর মহকুমা শাসক সৌরভ বাড়িক, পানিহাটি পৌরসভার পৌর প্রধান মলয় রায়, উপ পৌর প্রধান সুভাষ চক্রবর্তী সহ অন্যান্য পৌর প্রতিনিধি। রাজ্যে ২৭ টি নতুন জেটি নির্মাণের কাজ শুরু হয়েছে, বর্তমানে নয়টি জেটির কাজ সম্পন্ন হওয়ার পর আজ মুখ্যমন্ত্রী এই উদ্বোধন প্রক্রিয়া সম্পন্ন করলেন। পানিহাটি গঙ্গা তীরবর্তী এই জেটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় দু কোটি টাকা। এমনটাই জানালেন পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। দূষণ রোধ করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে, জলপথের বিষয়ে মনোযোগী হওয়া সহ যাত্রীরা সোজা পথে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবেন, সে বিষয়েও উদ্যোগী হয়েছে রাজ্য পরিবহন দপ্তর।