অবতক খবর,২৯ নভেম্বর : ইসলামপুর হাসপাতালে সরকারি মা ক্যান্টিন খোলার জন্য স্থান পরিদর্শন করার পাশাপাশি যেসব দোকানদাররা হাসপাতালের সরকারি জমি জবরদখল করে অন্যান্য ব্যবসা চালাচ্ছেন তাদেরকে জবর দখল খালি করার জন্যে সতর্ক করলেন ইসলামপুর পৌরসভার এক্সিকিউটিভ অফিসার আরিকুল ইসলাম। এক্সিকিউটিভ অফিসার আরিকুল ইসলাম জানান, ইসলামপুর হাসপাতালে বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে বহু গরীব মানুষ আসেন, তাই তাদের অল্প মূল্যে, দুপুরে খাবার ব্যবস্থা হতে পারে, তার জন্যই ইসলামপুর হাসপাতালে মা ক্যান্টিন খোলার একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। এই ব্যাপারে ইসলামপুর মহকুমা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রোপোজাল পাঠানো হয়েছে। খুব শীঘ্রই এ বিষয়ে সরকার পদক্ষেপ গ্রহণ করবে বলে আশাবাদী তিনি। তাই মা ক্যান্টিনের জন্য জায়গা পরিদর্শন করা হচ্ছে। পাশাপাশি যেসব মানুষরা জবরদখল করে আছেন তাদেরকে সরকারি জায়গা খালি করার ব্যাপারে বলা হয়েছে। জবরদখলকারীরা স্বেচ্ছায় জায়গা খালি করে না দিলে প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের থেকে প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন। হাসপাতাল চত্বরে মা ক্যান্টিন খোলার বিষয়টিকে ভালো চোখে দেখছেন, বহু গরীব মানুষ সহ হাসপাতালে আসা রোগীর আত্মীয় পরিজনেরা।