অবতক খবর,২১ মার্চ,মালদা,২১ মার্চ: সোমবার দুপুর বারোটা নাগাদ মালদা শহরে মিছিল করে জেলা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করেন মহিলারা।

তাদের অভিযোগ প্রশাসনের পক্ষ থেকে জেলার ১৫টি ব্লকে ১৪৬ টি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই কাজের সঙ্গে যুক্ত। কিন্তু অধিকাংশ সংস্থার মহিলারা পোশাক সেলাইয়ের কাজ পাইনি। হাজার হাজার মহিলা এই কাজের সঙ্গে যুক্ত।
সমস্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা যাতে কাজ পায় এই দাবি নিয়ে এদিন দুপুরে মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখান তারা।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ।
কাজের দাবিতে মহিলারা সেখানে দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ করেন।
এরপর তাদের দাবি সনদ জেলা শাসকের হাতে তুলে দেন বিভিন্ন ব্লক থেকে আগত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।