অবতক খবর,৩০ জানুয়ারিঃ স্কুলের দুর্নীতির অভিযোগে গ্রামবাসীদের তুমুল বিক্ষোভের মুখে স্কুলের কর্তৃপক্ষ এলাকায় তীব্র উত্তেজনা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ২ নম্বর ব্লকের কাশোর প্রাথমিক বিদ্যালয়ে। এদিন গ্রামের বাসিন্দারা স্কুলে প্রাঙ্গনে গিয়ে বিক্ষোভ দেখাতে। এবং প্রধান শিক্ষকের সাথে বচসা ও ধস্তাধস্তিতে জড়িয়ে পরে গ্রামবাসীরা।

অন্যদিকে সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন স্কুল কতৃপক্ষ। পাল্টা কিছু ব্যক্তি রাজনৈতিক চক্রান্ত করে বদনাম করানোর চেষ্টা করছে। যদিও দোতলা ভবনটি লকডাউনের সময় নির্মাণ করে ছিল এগ্রো প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা। কিন্তু স্কুলের জায়গা কম থাকার কারণে সিঁড়িটি বানানো হয়নি। বিষয়টি উত্তীর্ণ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এবং ওই দোতলার সিঁড়িটি বাইরে থেকে নির্মাণ করে দেওয়া হবে তিনি জানিয়েছেন।

গ্রামবাসীদের অভিযোগ স্কুলের একটি দোতালা ভবন নির্মাণ করা হয়েছে। কিন্তু দোতলা ভবনে যাওয়ার কোনো রকম সিঁড়ি নেই স্কুলের ছাত্র-ছাত্রীদের। এমনকি বসার জন্য কোনরকম বেঞ্চের ব্যবস্থা নেই। কিন্তু কাগজে-কলমে সেই স্কুলের বেঞ্চ থেকে শুরু করে সমস্ত কিছুই রয়েছে।