অবতক খবর :: শিলিগুড়ি :: ১২ জুলাই ::     বাড়িতে বসেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এস এফ আই ডাবগ্রাম লোকাল কমিটির সম্পাদক গোপাল পাল শিক্ষা নিয়ে রাজ্য ও দেশের সরকারকে বিতর্কে ফেললেন। করোনা ভাইরাসের সংক্রমণের ফলে গোটা দেশ জুড়ে যখন লকডাউন চলছে তখন অসহায় গরিব মানুষের কথা মাথায় রাখেনি রাজ্য ও দেশের সরকার। সেই পরিবারের ছেলে মেয়ে বা ছাত্র ছাত্রীরা কি ভাবে পড়াশোনা করতে পারবে তাদের শিক্ষা সামগ্রী হিসাবে কি কি দরকার, তা সরকার ভাবেনি।

গোপাল পাল সরকারের শিক্ষা নিতি সমোলোচনা করে বলেন, এই রাজ্যের সরকার গুন্ডা পরিচালনা করতে পারেন কিন্তু শিক্ষা নিতিকে পরিচালনা করতে পারেন না। অপরিকল্পিত ভাবে লকডাউনের কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করতে হয়েছে। সরকার কে হুশিয়ারি দিয়ে ছাত্র নেতা জানান, সমস্ত বেসরকারি স্কুল কলেজের ফি মুকুব করতে হবে, আর তা যদি রাজ্যের সরকার করতে না পারে তাহলে আগামী দিনে রাস্তায় নেমে বড়ো আন্দলোনে যেতে বাধ্য হবেন।