অবতক খবর,১৬ নভেম্বরঃ পশ্চিমবঙ্গ সরকারের জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর ও উত্তর ২৪ পরগনা জেলা আয়ুষ বিভাগের উদ্যোগে ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির বিলকান্দা ২ গ্রাম পঞ্চায়েতের সহায়তায় সোদপুর মুরাগাছা রাজ্য আয়ুর্বেদিক স্বাস্থ্যকেন্দ্র ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে “আয়ুষ গ্রাম প্রকল্প” এর সূচনা হলো বুধবার।এই স্বাস্থ্যকেন্দ্রে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা আয়ুর্বেদ চিকিৎসার পাশাপাশি হোমিওপ্যাথি চিকিৎসাও হবে। এছাড়াও সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রতি তিনমাস অন্তর স্বাস্থ্য বিষয়ক সচেতনতা শিবির ও চিকিৎসা শিবির আয়োজিত হবে।

অন্যদিকে এই প্রকল্পের মাধ্যমে মাসে দুইদিন যোগ ব্যায়াম শিবির, দুই মাস অন্তর ঔষধি গাছ বিতরন এবং মাসে একদিন স্বাস্থ্য বিষয়ক কারিগরী প্রশিক্ষণ হবে।বুধবার দুপুরে এই প্রকল্পের সূচনা করলেন উত্তর ২৪ পরগনা জেলা সভাধিপতি শ্রীমতি বিনা মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা অতিরিক্ত স্বাস্থ্য আধিকারিক মুকেশ কুমার সিং সহ অন্যান্য আধিকারিকরা।