অবতক খবর,১৬ নভেম্বরঃ ভাটপাড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের আঙলো ইন্ডিয়া জুটমিলের মাঠের অস্থায়ী ডাম্পিং গ্রাউন্ডের ময়লা-আবর্জনার স্তুপের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকার মানুষজন। ডাম্পিং উল্টোদিকে জগদ্দল আঙলো ইন্ডিয়া হাই স্কুল। শিক্ষক, পড়ুয়ার সকলেই দুর্গন্ধে জেরবার। স্কুল কর্তৃপক্ষ জানান, ছট পুজোর সময় দায়সারাভাবে আবর্জনা কিছুটা সরানো হয়েছিল। কিন্তু ফের আবর্জনার পাহাড় তৈরি হয়েছে। কারও হেলদোল নেই। এই বিষয়ে সাংসদ অর্জুন সিং বলেন, পুরপ্রধান থাকাকালীন তিনি কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে ডাম্পিং গ্রাউন্ডের জন্য জমি কিনেছিলেন।

কিন্তু সেখানে ময়লা ফেলা হচ্ছে না। সাংসদের অভিযোগ, কিছু অসাধু ট্রাক্টর চালক তেল চুরির জন্য ওখানে গিয়ে আবর্জনা ফেলছে। তার দাবি, বিষয়টি চেয়ারপার্সন ও জেলাশাসককে জানানো হয়েছে। দুর্গন্ধের বিষয়টি স্বীকার করে নিয়ে উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ জানান, ডাম্পিং গ্রাউন্ডের জন্য বিকল্প জায়গা দেখা হয়েছে। আশা করছি, খুব শীঘ্রই সমস্যা মিটে যাবে।