ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থ হাওড়া পুরসভা,কামান থেকে ধোঁয়া দিয়ে বিক্ষোভ বিজেপির

অবতক খবর,১৩ অক্টোবরঃ ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থ হাওড়া পুরসভা।প্রতিবাদে গেটের সামনে মশা মারা কামান থেকে ধোঁয়া দিয়ে বিক্ষোভ বিজেপির।নিজেদের বুদ্ধির গোড়ায় ধোয়া দিক বিরোধীরা বলে কটাক্ষ পুর প্রশাসকের।

ডেঙ্গু নিয়ে আন্দোলনে নামলো বিজেপি।আজ হাওড়া পুর সভার গেটের সামনে মশা মারা কামান থেকে ধোঁয়া দিয়ে প্রতীকী আন্দোলন করে বিজেপি কর্মী সমর্থকরা।পুরসভার ভিতরে যাতে না ঢুকতে পারে আন্দোলনকারীরা তারজন্য আগেভাগেই মূল গেট বন্ধ করে দেওয়া হয়েছিল।তাই বাইরে থেকেই ধোঁয়া দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারীরা।বিজেপি রাজ্য সম্পাদক উমেশ রাই কার্যত হুমকি দিয়ে বলেন এবার প্রতীকী আন্দোলন হলো।এরপর আরো বড় আন্দোলন হবে তখন গেট ভেঙে দিয়ে ভিতরে পৌঁছে কাজ বন্ধ করে দেবেন তারা।অভিযোগ বিগত চার বছর ধরে পুর পরিষেবা বেহাল বোর্ড গঠন না হওয়ার কারনে।ডেঙ্গুর বাড়বাড়ন্ত হলেও হাওড়া পুরসভা ব্যর্থ।কার্যত দিশেহারা পুর প্রশাসন।হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী জানান প্রতিবছরের মতো এবছর ডেঙ্গু হয়েছে।

তবে বর্তমানে আক্রান্তের সংখ্যা অনেক কম।পুজোর সময় পূর্বকর্মীরা নিরলস প্রচেষ্টা করেছেন তাই এটা সম্ভব হয়েছে।বিরোধীরা সমালোচলনা করলেও মানুষের পাশে থেকে কাজ করে চলেছেন তারা।তবে মানুষের উচিত সচেতন থাকা।যারা আন্দোলন করছেন তারা অচেতন রয়েছেন।তাই সবার উচিত সচেতন থেকে একসাথে ডেঙ্গুর মোকাবিলা করা।উল্লেখ্য হাওড়া পুর এলাকা বিগত কয়েকমাসে চারজনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত।