আগস্ট মাস বিপ্লবের মাস। ১৯৪২ এর ভারত ছাড়ো আন্দোলনকে কেন্দ্র করেই তমলুকে তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়েছিল। গান্ধীজির নেতৃত্বে সমগ্র ভারতবর্ষে এই আন্দোলন অন্যমাত্রা পেয়েছিল। সেই উদাত্ত স্লোগান– করেঙ্গে ইয়ে মরেঙ্গ– Do or Die.
৯ আগস্ট,১৯৪২, সেই আন্দোলনের সূচনা।

সেই আগস্টে বারুদ বালকেরা
তমাল সাহা

ভারত ছাড়ো!ছাড়ো ভারত!—
কার আছে সেই হিম্মত?
বুক চিতিয়ে বলবে,
করেঙ্গে ইয়ে মরেঙ্গে
লড়াই ছোড় কর নেহি জায়েঙ্গে।

কে তুলবে জেহাদি তুফান
টেলিফোন টেলিগ্রাফ রেললাইন ফেলবে উপড়ে ভেঙে
চুরমার করবে সেতু।
কে, কে দেখাবে দুঃসাহস কোথায় সেই তারুণ্য,
পরিবেশ তো ভীতু!

কে হবে রণরঙ্গিনী মাতঙ্গিনী
কোথায় সেই নারী নেতৃত্বে হবে অগ্রণী
তুড়ি মেরে একশো চুয়াল্লিশ ধারা জারি?
হাতে জাতীয় পতাকা উড্ডীন।
দখল করবে থানা সরকারি দপ্তর
মুখোমুখি সংঘাত,রাষ্ট্রীয় সঙিন?

মায়ের এই রক্তস্রোত —
তিন তিনটে গুলি
একটি কপাল, দুটি দুহাত ফুঁড়ে বেরিয়ে যায়,
হবে কি নিষ্ফল?
জননী গো! তুমি এই দেশ চেয়েছিলে নাকি
বিকৃত ও বিক্রীত জন্মভূমি যায় রসাতল।

স্বাধীন রাষ্ট্র হাত তার রক্তাক্ত—
পড়ে আছে অপমানিত মানুষের লাশ
কবে আবার লেখা হবে নতুন ইতিহাস?

আবার কবে উত্তাল হবে মেদিনীপুর
বারুদ বালকেরা জেগে উঠবে সব
গাঙ্গেয় সমতলে তীব্র জলস্রোত ছুটে যাবে
পার ভাঙবে সমুদ্র ঢেউ
কন্ঠে শ্লোগান– ভারত বাঁচাও!
বিপ্লবী জনতার কলরব।