অবতক খবর,২৭ এপ্রিল,নববারাকপুর : বাড়ছে তাপপ্রবাহ ।গ্রীষ্মের প্রখর দাবদাহ থেকে তৃষ্ণা নিবারণে পথচলতি সাধারণ মানুষ সহ যানবাহন চালকদের মধ্যে শীতল পানীয় জল নিয়ে হাজির নববারাকপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের কর্মীবৃন্দ।শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাজিরহাট মোড়ে চলে পথচারী, যানবাহন চালকদের পাশে দাঁড়িয়ে গ্লুকোজ শীতল পানীয় জল বিলি করা হয় ।

তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা পুর প্রতিনিধি সুমন কুমার দে জানান শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেসই ভরসা।শুধু ঝান্ডা ধরে ভোটের রাজনীতি করে না। চব্বিশ ঘন্টা মানুষের পাশে থাকে।সাধ্যমতো পরিষেবা দেয়।প্রচন্ড গরমে তৃষ্ণা মেটাতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে রাস্তায় নেমে হাজার হাজার সাধারণ মানুষ থেকে যানবাহন চালকদের হাতে এক গ্লাস করে শীতল পানীয় জল বিলি করা হয়।

প্রতি বছরই প্রবল গরমের সময় তৃণমূল যুব কংগ্রেসের কর্মীবৃন্দরা এগিয়ে এসে জলসত্র শিবির করে থাকে বিভিন্ন জায়গায়। এবছরও তার ব্যতিক্রম হয় নি। ধারাবাহিক ভাবে প্রবল গরমে চলবে এই জলসত্র শিবির ।