অবতক খবর,৫ এপ্রিল: বসিরহাটের স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ হাকিমপুর সীমান্তের চেকপোষ্টে ঘটনা। আজ সকাল বেলায় চেকপোস্টের কাছে মুখ বন্ধ অবস্থায় একটি ব্যাগ পড়ে থাকতে দেখে, ১১২, নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। সন্দেহ হয় ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ। ব্যাগের মধ্যে প্রায় ১০,কেজি ৪০০,গ্রাম রুপার গহনা যার বাজার মূল্য প্রায় ১০, লক্ষ টাকা কে বা কারা চেকপোষ্টে ব্যাগটি রেখে পালিয়ে যায়।

এ ঘটনায় কেউ আটক বা গ্রেফতার হয়নি। সীমান্তরক্ষীর বাহিনীর প্রাথমিক অনুমান, এটি বাংলাদেশে পাচার করার উদ্দেশ্য ছিল পাচারকারীদের, কিন্তু সীমান্তে কড়া নজরদারির মধ্যে পাচারকারীরা নিয়ে যেতে পারিনি। এর সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্র যোগসুত্র আছে কিনা সেটাও খতিয়ে দেখছে সীমান্তরক্ষী বাহিনী। উদ্ধার হওয়া রুপোর গয়না গুলো তেঁতুলিয়ার শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।