অবতক খবর,৫ এপ্রিল: কোভিডের সময় রাজ্যের বাকি মেডিক্যাল কলেজ গুলির মত কামরাহটি সাগর দত্ত মেডিক্যাল কলেজেও কোভিড রোগীদের দেখভালের জন্য অস্থায়ী ভাবে নিয়োগ করা হয়। সাগর দত্তে প্রায় 116 জনকে অস্থায়ী ভাবে নিয়োগ করা হয়।

কোভিডের গ্রাফ নিম্নমুখী হতেই সেই নিয়োগ বাতিল করা হয়। এরপরেই পুনরায় নিয়োগের দাবিতে বিগত চার দিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন কর্মীরা। সেই বিক্ষোভ মঙ্গলবার চতুর্থ দিনে পড়ল। এদিন সেই বিক্ষোভ অবস্থান চলার সময় আন্দোলনকারীরা হাসপাতালের আউটডোর পরিষেবা ও প্যাথলজি পরিষেবা বন্ধ করে দেয়। ফলে পরিষেবা ব্যাহত হাসপাতালে।

পরিষেবা স্বাভাবিক ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতালে এসে পৌঁছায় পুলিশ। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন তারা। কিন্তু পরিষেবা এখনো স্বাভাবিক হয়নি।