বুদ্ধ পূর্ণিমার কবিতা
মানুষ কই
তমাল সাহা
দিবাকর ম্লান হয়ে আসে
তুই এখন দাঁড়িয়ে পারাবারে, গোধূলি ছড়ায় আকাশে।
দেখলি কত চন্দ্রভুক অমাবস্যা, জ্যোৎস্না বিস্তীর্ণ যৌনগন্ধী নগ্ন চাঁদ।
কত বৌদ্ধিক চিত্রকল্প সাজালি পাতলি কত কাব্যিক ফাঁদ?
কত সাহিত্যসভা, কত কবিতা পাঠ!
হাজার হাজার অক্ষর সাজিয়ে পেরিয়ে গেলি অরণ্য সমুদ্র গিরি তেপান্তরের মাঠ।
কত পুরস্কার পেলি!
হাতভর্তি তোর কত প্রজ্ঞার বই!
এখনো একটা সহজ সরল মানুষ আঁকতে পারলি কই?