অবতক খবর,১৯ সেপ্টেম্বরঃ সারা পশ্চিমবঙ্গ যখন তোলপাড় গরুপাচার কান্ড নিয়ে। যেখানে বীরভূমের তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল গ্রেফতার হয়েছেন সিবিআই এর হাতে সেখানে দাঁড়িয়ে কখনও গরু পাচারের প্রমাণ মিলছে বাঁকুড়ায়, কখনো বীরভূম, পুরুলিয়া। এবার প্রমাণ পাওয়া গেল নদীয়ার কল্যাণীতে। দিনে দুপুরে পাঁচটি গরু পাচার করা হচ্ছিল লোক চক্ষুর সামনেই।

আমাদের সাংবাদিক প্রশ্ন করলে গাড়ির চালক একটি কাঁচা বিল দেখায় পান্ডুয়ার শাহ ফরিদ পশুর হাটের । কিন্তু কোন আইনগত বৈধবিল তারা দেখাতে পারেনি। উল্টে চড়াও হয় সাংবাদিকের উপর, খবরে বাধা দেওয়া হয়। গাড়ির ড্রাইভার ও খালাসিকে প্রশ্ন করা হলে তারা কোন প্রশ্নের সদুত্তর দিতে পারেনি।