অবতক খবর,১৮ জানুয়ারিঃ সামসেরগঞ্জে এই প্রথম তৃণমূল নেতা ও সাংবাদিক বনাম পুলিশ ক্রিকেট টুর্নামেন্ট। মঙ্গলবার জমজমাট আবহে সম্পন্ন হলো তৃণমূল নেতা ও সাংবাদিকদের সঙ্গে পুলিশের ক্রিকেট ম্যাচ। আহসান ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে নিমতিতা মাঠে আয়োজিত এই খেলায় তিন উইকেটে জয়লাভ করেন তৃণমূল নেতা সাংবাদিক টিম। খেলায় সামসেরগঞ্জ সুতি এবং ফরাক্কার সাংবাদিক ও একজন তৃণমূল নেতা সামিল হন। তৃণমূল নেতা ও সাংবাদিকদের বিরুদ্ধে পুলিশের হয়ে ক্রিকেট ম্যাচ খেলেন স্বয়ং ফরাক্কার এসডিপিও আইপিএস রাসপ্রীত সিং, সামসেরগঞ্জ থানার ওসি বিজন রায় সহ পুলিশের কর্তারা। ১০ ওভারের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ৬২ রান তুলতে সক্ষম হন পুলিশ টিম। তারপরে ব্যাট করতে নেমে পরপর সাত উইকেট হারিয়ে ৯ ওভার চার বলেই জয় ছিনিয়ে নেয় তৃণমূল নেতা ও সাংবাদিক টিম। উদ্যোক্তাদের পক্ষ থেকে জয়ী তৃণমূল নেতা ও সাংবাদিক টিমকে ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়।

এদিকে সাংবাদিক টিমের হয়ে কিভাবে মাঠে ক্রিকেট খেলেছেন সুতির তৃণমূল নেতা মইদুল ইসলাম তা নিয়ে উঠছে প্রশ্ন। উল্লেখ্য, সুতির অরঙ্গাবাদ অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি মইদুল ইসলাম। তার স্ত্রী পঞ্চায়েত সমিতির সদস্য। এরই মাঝে নিজেকে সাংবাদিক দাবি করে সাংবাদিকদের সঙ্গে ক্রিকেট খেলায় প্রশ্ন উঠতে শুরু করেছে চারিদিকে।